T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় ছন্দা চট্টোপাধ্যায়
কবিতার কলম
কবিতা কলম খুঁজে নেয় তার,
যে কলম হয়ে ওঠে দাঁড়…
বলিষ্ঠ পরাণমাঝির হাতে।
জীবননদীতে ওঠে তুফান, তছনছ সমাজ সংসার,
দাঁড়ের আঘাত ছপাছপ দিশা দেখায়
উজানে আলোর স্রোতে।
কবিতা সৃষ্টি করে মেঘ,
ভালোবাসা এক বিপুল বিশুদ্ধ আবেগ…
কবির কলম বেয়ে নেমে আসে।
ধুয়ে দিতে চায় যতো কলুষ, ক্লেদ, গ্লানি…
কবিতা ঊষর জমিতে শিকড় চালায়,
শীকরে শীৎকার শোনে শিহরিত শিশুগাছ!
ভবিষ্যতের দ্রুম…
পাঠক ও বাচিকের ভাঙে ঘুম।
কন্ঠে তোলে শেকল ভাঙার গান,
কবিতা বেছে নেয় সেই কবিকেই…
হতমান, ধুঁকতে ধুঁকতে মরে যাওয়া হীনতায়
যে জাগায় নবীন প্রাণ।