কবিতায় চিরঞ্জীব হালদার

বিদ্যা দিন
ধরেছি একটি হাঁস লুকিয়ে সে খেয়ে যায় কুঁড়ো
মন দিয়ে শুনে যান দেবী এ প্রেমিক নন এত রুঢ়
কহিলেন দিদিমণি
এ গল্প রোমান্টিক কিনা
কে বাজায় তাহার বীণাটি
জানিনা জানিনা
কেন তার কুচযুগ
দুয়ার দক্ষিণ
দিদিমণি আজ শুধু
আমাদের দিন
কি আছে জানিনা
হাতের পুস্তকে
অচেনা যে ভগবতী
আমাদের রকে
না বলা কথা আর দ্বিধা থরথর
টপনট দোলা খোঁপা মুখস্ত করো
কোথায় যান দিদিমণি প্রেম ঠোঁটে ঠোঁট
মাঘের সকাল দেখি কোড আন কোড
বদরাগী মাঘী দিন ছাত্র প্রেমিক
কে দিল বাহারি গাঁদা জানে রাধা ঠিক
জয় জয় মহাদেবী চরাচরসারে
এ বীণা সারিয়ে দেবো যত্ন সহকারে
দিদিমণি কহিলেন
এ গল্প রোমান্টিক কিনা
কে বাজায় তাহার বীণাটি
জানিনা জানিনা