T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় ছন্দা দাম

আমি নাহয় তাই
মা বলতেন,লক্ষ্মী মেয়ের মতো বসে থেকো,
কপালে কাজলের টিপ এঁকে দিতেন যেন নজর লেগে না যায় খারাপ কোন!
আজ মা কোথায় জানি না,
শুধু মনে হয় বুকের মাঝে লক্ষ্মী মেয়ের মতো বসে….
বলছেন আছি তো!!
সে যুগ যে আর নেই মা?
তোমার মেয়ের লক্ষ্মী হলে তো চলবে না,
দুহাতে তার হাজারো অস্ত্র তার,
মাথার মধ্যে তার স্বাভিমানের অস্ত্র মিশে আছে শিরায় শিরায়,
সে যে ঘুমোতে দেয় না লক্ষ্মী মেয়ে হয়ে।
মনে পড়ে ছোটবেলা বাবার রক্তচক্ষুতে তটস্থ কেমন সকাল থেকে রাত লক্ষ্মী মেয়ে তুমি,
দীর্ঘশ্বাসটাও কি লুকিয়ে ফেলতে?
বা চোখের জল,অথবা কষ্টের অস্পষ্ট দাগ?
মা…সেই যে সবার পরে বসতে খেতে…
সেই যে আধখোলা জানালায় বৃষ্টির ছাট ছুঁতে…
মা লক্ষ্মী মেয়ে হয়ে কি পেয়েছিলে গো?
তাই লক্ষ্মী মেয়ের সংজ্ঞা বদলালাম মা,
একটা হাতে আমার সৃষ্টির ধানগাছ…
তবে অন্যহাতে কিন্তু আপন ইচ্ছেকেই রেখেছি মা,
অনেকেই বলে আমাকে অলক্ষ্মী,
বলুক না মা আমি না হয় তাই।।