গদ্য কবিতায় ছন্দা দাম

তৃষ্ণার্ত মন
মুহুর্মুহু হারায় মন আমার,
এ যেন মন নয় দুঃখ বেদনার ফসল জমা খামার,
কোথায় হারায় তালাস করে পাই না হদিস
ডুব দেয় হৃদযমুনার অতল আঁধারে…
তুলে আনে আকণ্ঠ তৃষ্ণাময় নীলবিষ।
ফের হারায় আমার ডাউন মেমরি লেনের এঁদো গলিতে…
আবার কখনো ফেরিওয়ালার মতো স্মৃতির খেলনা লাল নীল বেচে,
ফের নিয়ে যায় আমায় সেই শৈশব কালেতে,
বড্ড জ্বালাতন এই মনটাকে নিয়ে…
কখনো নৌকায় ভাসে ঢেউ তোলা নদীতে,
কখনো আমবাগানের ছায়ায় যায় যে হারিয়ে,
মন আমায় ছুটিয়ে ফেরায় যেমন মৃগনাভীর খোঁজে তৃষ্ণার্ত হরিণী,
যাকে নিয়ে বাঁচি পলেপলে… সেই মনটাকে কি সত্যিই চিনি!!