কবিতায় চিরন্তন ব্যানার্জী

বেমানান বসন্ত

তোমাকে দেবার মতো কিছু নেই হাতে;
তুমি তো জানোই, আমি আদতে হাভাতে –
গরীবের দিন আনি, দিন খাই রোজ,
ছেঁড়া মানিব্যাগে করি পয়সার খোঁজ,
কোনদিন জুটে গেলে বাদশাহী ভোজ
কিছুতেই ঘুম আর আসবে না রাতে।

তার চেয়ে এই ভালো, খুঁটে খুঁটে বাঁচা;
তোমার বাগানে আছি যেমন আগাছা –
অনাদরে বেঁচে আছি রোদে ঝড়ে জলে,
আমি আছি তোমার ওই না দেখার দলে,
যদি ভুলে ছোঁয়া লেগে যায় আবডালে
বুকের কি ধুকপুক, রক্তের নাচা।

জানি আমি তুমি ছুঁয়ে গেছো ভুল করে
মফস্বলের আমি এই অনাদরে
একেবারে বেমানান, পলাশের মতো –
তবু যদি কোনদিন এরকম হতো,
দুটি হাতে ঢেকে দিতে এবুকের ক্ষত
বসন্ত আসতোই, তোমার শহরে।

দেখতে চাঁদের থেকে ভালোবাসা ঝরে;
সেই আলো রাইকিশোরীর মুখে পড়ে।।

Spread the love

You may also like...

error: Content is protected !!