কবিতায়ণে সৌম্যদীপ চক্রবর্তী
বৈশাখী ঝড় এইতো ছিল,রোদ থৈ থৈ পাড়া, দলছুট মেঘ,জাপটে ধ’রেছে হাত; সাথে আছে তার,বাতাসিয়া আশকারা, মনজুড়ে মেঘমল্লা্রি,মৌতাত। বিপ্লবী আজ,আটকেথাকা গাছঘুড়িটা, প্রতিবশী জানলা-বাড়ি: তবলা-বায়া, ঈশানকোণে দখিনহাওয়া ক’রছে রেওয়াজ; দিগন্তে বৈশাখী, এক দামাল হাওয়া। মাঝ-দুপুরে আঁধাররেখা...