প্রবাসী ছন্দে বিজন বেপারী (ঝালকাঠি, বাংলাদেশ)
সাঁঝেরবেলা দূর দিগন্তে ধোঁয়া ধোঁয়া পাখির কলরব আযান হাঁকে মুয়াজ্জিন ওই রবির কিরণ ধপ। কিশোররা সব খেলা ছেড়ে বাড়ির পানে ধায় জোর কদমে হাঁটছে পথিক সন্ধ্যা হয়ে যায়। সরষে ক্ষেতের প্রজাপতি একটু খোঁজে রেশ...