কবিতায় নিলয় বিশ্বাস
তুমি আমি স্বচ্ছ হৃদয়
তুমি আমার শান্তি সুখের জল
তোমার ভালোবাসায় আমার
হৃদয় টলমল।
তুমি আমার উজল আলোয়
মিষ্টি মধুর গান
তোমার স্মৃতির পশরা মেখে
যায় জুড়িয়ে প্রাণ।
আলো আঁধারের আবছায়াতে
গোধুলি বেলার সুর
তোমার ছোঁয়ায় নিমিষে শেষ বেদনা বিধুর।
তুমি আমার বৃষ্টিস্নাত মধ্য দুপুর
তুমি আমার চন্দ্রমাখা আলোয় ভরা
শান্তি সুখের, নৃত্য নূপুর।
তুমি আমার চন্দ্রকলা মায়াবী মুখ
তুমি আমার আকাশ পাতাল
শান্তি ভরা সকল যে সুখ।
তুমি আমার পাহাড় বেয়ে ঝর্ণাধারা
তুমি আমার শ্যামল সবুজ দূর্বা ঘাসের মুক্তধারা
তুমি শুধু তুমিই থেকো
ভালোবেসে আমায় ডেকো
বিশ্বাস আর স্বচ্ছ হৃদে
আমায় তুমি ভালবেসো।
তুমি আমার খোপাই গোজা
লাল গোলাপের ফুল
তুমি আমার হৃদয় হরণ বংশীবাদক, হই যে ব্যাকুল।
তুমি আমার সকাল দুপুর
রাত্রি নামা ভোর
তোমার প্রেমের মিষ্টি ছোয়ায় কাটে আধার ঘোর
তুমি আমার মৌন প্রহর
বৃষ্টি নুপুর দিন
মনের উজল ময়ুরাক্ষী সকল নিবেদন।
তোমার কাছেই রেখে দিলাম
ছোট্ট মনের চাওয়া
হাসিখুশি জীবন পেলেই
হবে সবই পাওয়া।
দু:খ নদী সাঁতরে পাড়ি দেব তেপান্তর
হোক মরুপথ হাতটি ধরে চলব অত:পর।
ভালবাসার শক্তি সাহস স্বচ্ছ উৎপল
তোমার আমার ভালবাসা থাকবে অবিচল।