গদ্যানুশীলনে রোহিত কুমার সরদার
আস্থানা পদতলে স্খলন ঘটে অবিশ্বাস্য হাতিয়ার। নগ্ন নির্জন রাতে জরায়ু ছিঁড়ে বেরিয়ে আসে অঙ্কুরিত দুটি পাতা।চুপিচুপি শৈশব ফেলে যৌবনে পা দিয়েছিল অদম্য বাসনায় যে সবুজ গাছটি; শাখায় শাখায় পল্লবের শিহরণ তুলে গর্ভ সঞ্চারের পদধ্বনি...