|| পঁচাত্তরে পা, সাবালক হলো না? || T3 বিশেষ সংখ্যায় বেদশ্রুতি মুখার্জী

সাতে পাঁচে পনেরোয় :-

ও দেশ, ও দেশ গ…
তুমার ভাবগতিক অ্যালায় বুইতে লারছি।
বিপ্লবী গুলান শহীদ হইয়ে স্বাধীন্তা আইনে দিল্লো বটেক,
কিন্তুক ধম্মো আর রাজনীতির তাস খেইলে নিজের বিপত্টো বাড়াইনছ।
আর চাকরি চাইল্লেই পাবলিকরে ধইরে কেলাইনছ।
কোটি কোটি টাকা লয়ছয় করা ডাকাইতগুলান লিয়ে ঘর তুলিছ,
আর হামার জইন্যে ক্যাবল জনগণমণ বাজাইনছ?
জিডিপি টাকার দর শুনত্যাছি রোজ পড়তিছেক,
এই পঁচাত্তরে কমতি কমতি হামাদিগে ম্যানিব্যাগ টর ত লেংটি লাই জুটিক।

ও দেশ গ, তেমন দিন কী আসবেক লাই?
যেদিন মেয়েছ্যানাগুলান ঘরেবাইরেও নিরাপদ হইবেক।
ইভটিজারক পেট্রোল দিয়ে জ্বলাই দিয়ে আজাদী মানাইবেক।
গণদেবতা ভাতার লাইন লয় ভাতের মিছিল পাইবেক,
ঈশ্বরীর জাত ট হামরা, চাইনা ফ্লাট ভরাইন্তে,
খালি মুন্চায় হামার ছ্যানা য্যান থাকে দুধে ভাতে…

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।