কবিতায় বলরুমে বিশ্বজিৎ কর

ভুলব না উনিশে মে!

একষট্টির উনিশে মে –
আসামের বরাক উপত্যকা,
এগারো শহীদের বলিদান –
আছে রক্তাক্ষরে লেখা!
ভাষার জন্য প্রাণ দিয়েছেন ,
কমলা, কানাইলাল –
ভাষা-মা’র বুকে শহীদ,
সুনীল, শচীন্দ্র পাল!
সুকোমল, হিতেশের কভু –
ভুলব না অবদান,
সত্যেন্দ্র, বীরেন্দ্র -কে ভুলিনি,
ভুলিনি কুমুদের বলিদান!
তরণীর মরণপণ লড়াই –
চন্ডীচরণের জীবনদান,
বাংলা ভাষার অমর গাঁথা –
জড়িয়ে আছে মনপ্রাণ!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।