• Uncategorized
  • 0

কাব্যক্রমে বিপ্লব গোস্বামী

১| তুমি কে

তুমি কে ? জানিনা ,
দেখেছিলাম পাহাড়ী এক গাঁয়।
আজো তুমি ভেসে ওঠো
মনের আয়নায়।
নীল শাড়ি ছিল গায়
পায়েল বাঁধা এক পায়।
আজো তুমি ভেসে ওঠো
মনের আয়নায়।
আরোও তোমার ছিল সাথী
সবার মুখে মিষ্টি হাসি।
সবার হাসি হল বাসী
তোমার হাসি মন উদাসী।
তুমি কে ? জানিনা ,
হাত ভরা বালায়
গলা ভরা গয়নায়।
আজো তুমি ভেসে ওঠো
মনের আয়নায়।।

২| ওরা স্বার্থপর

এত দিনে বুঝিলাম
ওরা স্বার্থপর !
স্বার্থের লোভে সবই
পারে ওরা।
ভুলে যায় প্রেমের দর।
পূজার লোভে ওরা
খেলে প্রেম খেলা।
পূজা শেষে পূজারীরে ওরা হানে শত অবহেলা।
ওরা স্বার্থপর মীরজাফরের জাত
স্বার্থ ফুরালে পূজারীরে ওরা
সজোরে মারে লাথ।
ওরা লোভী , লোভী ওদের মন
এক জন থাকতে
ওরা চায় অন‍্য জন।
ওরা বিশ্বাস ঘাতক
ওরা পাষাণ !
নীলকণ্ঠ কবির অশ্রু লেখা
ওদেরই দেওয়া দান।

৩| আমার চাওয়াগুলো

আমার চাওয়াগুলো
চাওয়া হয়ে থেকে যায় গোপনে !
পাওয়া হয়ে আসে না জীবনে।
আমার স্বপ্নগুলো
স্বপ্ন হয়ে থেকে যায় নয়নে !
স্বপ্ন ,বাস্তবে আসে না জীবনে।
আমার আশাগুলো
প্রতীক্ষায় স্বপ্ন দেখে সুখে
আশা , বাসা তবু বাঁধে না এ বুকে।
চেয়েছিলাম সুখী হতে
সুখটাকে ধরে।
সুখ কি কভু বাসা বাঁধে
চীর ধরা দিলে ?
জন্ম যার বেদনার দহে
জীবন যায় তার বেদনা সহে।

৪| গোল

গোল গোল গোল
মায়ের হাতের চুড়ি;
আর গাড়ির চাকা গোল।
ভাতের থালা-বাটি
পাখা, করতাল, আর
গোল মায়ের কানের দুল।
গোল পূর্ণিমার চাঁদ
আর সূর্যটাও গোল ;
আরোও গোল কিছু কিছু ফুল।
গোলাকার পৃথিবী আর
ফুটবল, ক্রিকেট বল ;
আর গোল আমলকী , কুল।

৫| জানি ভুলে যাবে

জানি তুমি ভুলে যাবে
যেমন করে গাছ ভুলে যায়
খসে পড়া পাতা।
অমনি করে তুমিও ভুলে যাবে
নূতনকে পেয়ে গেলে , ভুলবে
মম স্মৃতি-কথা !
জানি তুমি ভুলে যাবে
যেমন করে পাখি ভুলে যায়
খসে পড়া পালক।
অমনি করে তুমিও ভুলে যাবে
নূতনের মন পেতে , আমায়
ফেবুতে করতে ব্লক !
জানি তুমি ভুলে যাবে
যেমন করে সাগর ভুলে যায়
শুকনো মরা গাঙ।
অমনি করে তুমিও ভুলে যাবে
তুমি মজবে নূতনের প্রেমে ,আমি
হবো দৃষ্টিতে আপাঙ্গ !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।