দেশ-অন্তর সংসর্গ তে বিপ্লব গোস্বামী (আসাম)

জানি প্রিয়া

জানি প্রিয়া জানি
ভালো করে জানি।
আমার রাখতে ভালো
লুকিয়ে রেখেছ কালো !
ভালো থাকা অভিনয়ে
বুকে শত ব‍্যথা চেপে
মুখেতে রেখছ সদা
মৃদু হাসিখানি।

জানি প্রিয়া জানি
ভালো করে জানি।
আমাকে করতে সুখী
নিজেতো হয়েছ দুঃখী !
ভালো থাকার অভিনয়ে
বিধির কাছে সবিনয়ে
চেয়েছ আমার কল‍্যাণ
মুখে মিষ্টি বাণী।

সিংলা

বাড়ির পাশের সিংলা নদী
শান্তশিষ্ট মেয়ে,
খল্-খলিয়ে ছল্-ছলিয়ে
যাচ্ছে গান গেয়ে।

দু’পাড় তার সবুজ বরণ
গাছ-গাছালি ভরা,
মট-মন্দির আর চা বাগিচা
আয় দেখে যা তরা।

দুই পাড়ে তার গ্ৰাম বসতি
গড়েছে কল কারখানা,
সবুজ বরণ চায়ের ক্ষেতে
হারিয়ে যেতে নেই মানা।

যৌবন এলেই শান্ত মেয়ে
দেয় খরস্রোতার খল হাসি,
ভাসিয়ে দেয় দু’কূল তার
গৃহহারা হয় বানভাসি।

লুসাই পাহাড়ে জন্ম নিয়ে
শনবিলে গেছে মিশে,
দু’কূলেতে বহুভাষী লোক
বাস করে মিলেমিশে।

Spread the love

You may also like...

error: Content is protected !!