আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ বিক্রমজিৎ ঘোষ

আমাকে কেউ ভালো বললে
আমাকে কেউ ভালো বললে
আমার খুব রাগ হয়-
মনে হয় মাথার ওপরের আশিষ
হঠাৎ করে যেন সরে যায় ।
উন্মাদের মতো ছুটে যেতে চাই না
ভালোর ভালোবাসায় –
স্বপ্নের স্পর্শে
মনটা উড়ুউড়ু করে বটে
অনেক কাজ করার শপথ নেয় সে
কখনও মায়াজালের প্রকোষ্ঠে
আমি নিজেকে হারিয়ে ফেলি।
আড়ালে আবডালে
আমি নিজেকেই ভালোবাসি
তবু আমাকে কেউ ভালো বললে…..