আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ পূর্ণেন্দু ব্যানার্জী

গোলাপ বা কাঁটা

আমাদের দেখা হবে, কথা হবে, যদি-
সময়ের ক্ষয়ে যাওয়া, হয়ে যায় রতি।
রাত হবে, দিন হবে, আলো হবে আশা,
নাছোড়বান্দা তবু লেখে ভালোবাসা।

ক্লান্ত দিনের রাত, প্রেমে মিলে-মিশে!
মুক্ত মনের ভাষায় লেখে নিঃশেষে।
চিরকুট দেখে রাত, ভোর দেখে প্রেমে-
আমাদের সামিয়ানা আঁকা এক ফ্রেমে।

আকাশের পথ চেয়ে; জলে জলে ভাসে!
গোলাপের নামে যদি, কাঁটা হয়ে আসে-
গোলাপ বা কাঁটা হোক, ভালোবাসা চিনে,
সব আমি মেনে নেব, চুমু দুর্দিনে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।