আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ নিলয় গোস্বামী

প্রজ্ঞাপন

শূন্য হাতে ধরছি বাজি
পথের ধারে ঈশান কোণে
তোমার চোখে মেঘ জমেছে
বিচ্ছেদেরই প্রজ্ঞাপনে।

হিসেবটকু মলিন হলো
চিঠি পাঠাই মেঘের খামে
ফিরছে ঘড়ি মুখোশ ছাড়ি
নীল প্যাকেটের প্রজ্ঞাপনে।

হাতের পিঠে জং ধরেছে
আদর জমে শ্যাওলা বনে
আক্ষেপের-ই বৃষ্টি নামে
যৌথ স্মৃতির প্রজ্ঞাপনে।

চোখের ভুলে খেলছে হোলি
দৃশ্য যখন আমলনামা
সন্ধি তখন শপথ ভুলে
ভিন্ন সুরে প্রজ্ঞাপনে।

আলমারিতে অতীত জমা
ইচ্ছে ফিরে বৃন্দাবন
নীল প্রহরে বৃষ্টি পুড়ে
মেঘের বীণায় প্রজ্ঞাপন।

Spread the love

You may also like...

error: Content is protected !!