সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

এসো সন্সেহে আলিঙ্গন কর আমাকে

সমীর তাঁতী
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ

পাপের নিষিদ্ধ এলাকা আমি পার হয়ে গেলাম
মৃত্যুর মহাকায় নদী আমি পার হয়ে গেলাম
শীতের শুভ্রকপাট খুলে পার হয়ে গেলাম
আমি পার হয়ে গেলাম জরা,জন্ম আর মহাকালের সীমা
আমি পার হয়ে গেলাম দ্বীপ দ্বীপান্তর আর পিরামিডের ছায়া
আমি পার হয়ে গেলাম হাজার হাজার নীহারিকা আর নক্ষত্রলোকের ভয়

ন্যায়যুদ্ধে আমি অবতীর্ণ হলাম এবং সমস্ত কিছুকে পরাস্ত করলাম

এসো সন্সেহে আলিঙ্গন কর আমাকে
আর আলগোছে চুম্বন কর আমার শির

যে শোকের শিকড় হাজার বছর জুড়ে তোমার বুক আঁকড়ে ছিল
তা আমি উপড়ে আনলাম এবং দাঁ
ড়ালাম তোমার সামনে
তোমারই গোলাপের গন্ধে সুগন্ধিত সকাল
এখন প্রতিটি ধ্বংসস্তূপের বুকে কীভাবে জেগে উঠেছে দেখ
গভীর সবুজ এবং শীতল জলধারা
এসো সন্পেহে আলিঙ্গণ কর আমাকে
আর আলগোছে চুম্বন কর আমার শির।

Spread the love

You may also like...

error: Content is protected !!