সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

স্থানু-বিগ্রহ
প্রদীপ শইকীয়া
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
১|
শূন্য থেকে
হঠাৎ একটা জাতিপুষ্প
কেঁপে কেঁপে শঙ্খ্নাদ
সুরভিত মন্ত্র
স্ফটিক মেঝেতে
সবাই দণ্ডবৎ
তারপরে হিম
বিলীয়মান অখণ্ড নীরবতা
আসতে থাকল
ভূমিস্পর্শহীন
একজোড়া রূপের পাদুকা।
২|
আধো ঘুম আধো জাগরণের মধ্যে
কারও মসৃণ হাত
ভাগীরথীর বাতাস ধুতে থাকা
পরের রাতের আলো
কদম্বকুঞ্জে
লম্বা কেউ একজন
বেশ জ্বলজ্বল করছে
৩|
ছূঁয়ে দিলেই প্রতিধ্বনি
প্রচণ্ড গর্জন
এখানকার কোনো একটি স্তম্ভ
সেকথা জানে