মেহেফিল -এ- শায়র এম উমর ফারুক (নির্বাচিত কবিতা)
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
তোমার চোখে
সোনালী সকালে চা’য়ের কাপে চুমুক দিতে
মনের ভিতর নাড়া দিয়ে আসো তুমি
দেখি গভীর থেকে গভীরতম প্রেম তোমার চোখে।
বুকের নরম শিতল পাটিতে
ভালবাসার পরশ দিয়ে স্নাত করেছ আমায়।
অশান্ত যৌবন, আবেগী মন,
গভীর রাতের নির্ঘুম চোখের পাতায়
বিস্তৃর্ণ চুমের প্রলেভ।
তোমার চু চু শব্দে আমি নিঃশব্দে বেহুস হই।
অশ্রু আটকে রাখা গেলো না। অতপর
আল্পনার তুলিতে সাজিয়েছি তোমায়।
কোন নির্ঘুম রাতে তোমার কবিতার পরশে
মাতাল করো, গতির স্রোতে ভাঁসিয়ে দিও
ভালবাসার পুষ্কনিতে ডুব দেব একসাথে।