T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় বিশ্বজিৎ দেব
by
·
Published
· Updated
পঁচিশ বৈশাখ
ঝড় ও বিদ্যুতের ফাঁকে ফাঁকে দেখা হয়
তোমার আমার , মরশুমের শুরুতেই বদলে যায়
বায়ুপুরানের গতি
এ থেকেই আমাদের ভাষারীতি, পরস্পর
গলনাঙ্কের চুড়া, বিগলিত ছেনি কাটা বাংলার
শাখানদীগুলি
পঙ্কতিগুলি লিখেছিল তোমার অসীম
লিখেছিল অববাহিকার পাখিদের গ্রাম,খন্ডদেশ
উপনিষদের হিম
এ থেকেই আমাদের চকিত বিদ্যুত, মৌসুমী বায়ু
ধর্মে ধর্মে সিঁদুরের মেঘ , এ থেকেই আমাদের
জোঁড়াসাঁকো , বিচ্ছেদের রীতি..
পরস্পর
খুলে যাচ্ছে সব
বাহবা নগর, কাঠের ভেতর ঠাসা গান
হাওয়া এলে ধুলিসংহিতা মেনে
তারা ওড়ে ধরাধামে, শীতের বাতাসে
বায়ুঅন্ত প্রাণ
কে কাকে ভাসাচ্ছে তীর ঘেঁষে
ভেসে যাচ্ছে সেও, হতবাক
অজানা বাতাসে
শিরা ও ধমনি বেয়ে
ছড়িয়ে পড়েছে তাঁর নদীলেখাগুলি
গোটা ভাটিদেশে