কবিতায় পদ্মা-যমুনা তে অমিয় মুকুল শর্মা

শ্যামা মেয়ে

ওগো মেয়ে তুই কালো নস, তুই তো শ্যামা
তুই তো রঙিন, প্রকৃতির তৈরী অনন্য উপমা;
মেয়ে তুই কালো নস,তুই আঁধারের আলো
তুই তো কলমের কালি, তুই অনেক ভালো।
ওগো মেয়ে তুই খুব মিষ্টি, তোর জন্যই সৃষ্টি
তুই তো শীতল,আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টি;
মেয়ে তুই কালো নস,তুই ভক্তের আরাধনা
তুই তো ভক্তির ফল, তুই সব সুখের সাধনা।
ওগো মেয়ে তুই ঘরের লক্ষী, তুই তো শক্তি
তুই তো ভূমণ্ডল, ঈশ্বরের প্রতি নিবেদন ভক্তি;
মেয়ে তুই কালো নস, তুই রঙের আলপনা
তুই তো মাথার চুল, তুই চিন্তার বিচিত্র কল্পনা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।