জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
মানুষ বুকের মধ্যে সঞ্চয় করে রাখে
অগ্নিগর্ভ স্বপ্ন
অতুলনীয় তার সংজ্ঞা
ছোট অথবা দীর্ঘ সময় প্রবাহে
লৌকিকতা মানুষের পরম যোগসূত্র
বিশ্বাস এবং পরম্পরা তার অর্থ
মসৃণ নক্ষত্রগুলি
চোখের মনিতে আশ্রয় নিল
মানুষ কোনোদিন কলঙ্কিত হয় না
কেবল বিজ্ঞান থাকবে
সংস্কৃতির রুপালীম সাজে
অধিকারের শুনানি
নিত্য জাগিয়ে তুলবে
আশার মধুসোলেং
নিবিড় তৎপরতায়
রুণ দিয়ে রুণ দিয়ে
দেশের ভবিষ্যত।
টীকা-
মধুসোলেং-এক ধরনের লতা।