সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস
রাবণ
গুণ মরাণ
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
একটা আত্মা
তিনবার জন্ম
তিনবারই ঈশ্বরদ্বেষী
তিনবারই তাঁর হাতে নিধন
কত যে কৃপাভাজন ছিল রাবণ
আস্তিকের চেয়ে শ্রেষ্ঠ ঈশ্বরোপাসক
বৈরিতা ঈশ্বর প্রাপ্তির শ্রেষ্ঠ সিঁড়ি
মহাজ্ঞানী রাবণ ভালোভাবেই বুঝতে পেরেছিলেন
স্মরণেই উৎকৃষ্ট নৈবেদ্য
প্রতিক্ষণ স্মরণ বৈরিতার পক্ষেই সম্ভব
তাই রাবণ আস্তিক হল না।