কবিতায় বিট্টু বিশ্বাস

অসম্পূর্ণ মানুষ

মনে কবিতা আছে, কিন্তু হাতে পেন নেই;
প্রাণে আগুন আছে,কিন্তু দেহে তেজ নেই;
বুদ্ধি আছে দারুণ, কিন্তু জ্ঞানের অভাব;
জানার ইচ্ছে দারুণ, কিন্তু ধৈর্য্যের অভাব।
অসম্পূর্ণ মানুষ।
মনে সততা আছে, পাপও আছে;
প্রাণে সত্য আছে, মিথ্যাও আছে;
এই মুক্ত আছি, বদ্ধ রয়ে গেছি।
এই আশার আলোয়, নিরাশার অন্ধকারে আছি।
বিপদ ভালো-ভালো বিপদ, সৃষ্টি-নাশ।
অনেক উপরে ভগবান আছে: সামনে শয়তান মূর্তমান।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।