কবিতায় বর্ণজিৎ বর্মন

স্কেল ও সরলরেখা

আমি সরলরেখার মত, বাবাও সরলরেখা ছিল
বাবার বাবাও ছিল , তার বাবা ও ছিল

কেন যেন স্কেল এসে আমাদের মাঝে কালো কালো দাগ কেটে দিল

মেপে দিল সীমানা
সরলরেখার তো হয় না কোন বাউন্ডারি !
সুদূরের পথ তবে কিভাবে আঁকি?

স্কেল-সরলরেখা-আকাঙ্ক্ষা
বসে ভাবে পাশাপাশি

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।