কবিতায় বলরুমে ব্রতশ্রী বসু

যাপনকথা
সারা দিনব্যাপী মেঘ মেঘ মায়াজাল
চাতকবারির অভাব এখন খুব
যাপনশৈলী প্রখর তপ্ত কাল …
কান্তি ঘনালে রাতবিছানায় ডুব
নিঃস্ব বুকের পরতে পরতে মেঘ
বাষ্প হয়েছে , চোখ ভেজে বর্ষণে
অলিন্দে ঝড় , প্রচন্ড গতিবেগ…
তবু প্রতীক্ষা কিসের প্রহর গোনে!!
কখনও ফেরে না সে তো বৈশাখীদিনে
অতীত আবেশে সেই পল গেছে চুরি
মেলা থেকে ফিরি স্মৃতির পশরা কিনে
নীরব হয়েছে সব জেদ , জারিজুরি!!!!