“নীল সুনীলে দিন যাপন” দিনেরাতে অরণ্যের গদ্যে সুবীর সরকার

জীবনের জার্নাল

মৃত্যুর কি কোন পূর্ব প্রস্তুতি থাকে!মৃত্যু তো আসলে এক ঘনঘোর ম্যাজিক।
আচ্ছা,নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কি করেন বা কি ভাবেন একজন মানুষ!
জানি না।বুঝি না।কেননা আমরা তো এটুকু জানি আর তা জেনেই বাঁচি,বেঁচেবর্তে থাকি;কি এক প্রবল উদাসীনতায়!
কবি সুবীর মন্ডল।আমার বন্ধু।সেই নয়ের দশকে আমরা লিখতে এসেছিলাম বাংলা কবিতা।
বেশ কয়েক টি কবিতার বই এবং একটি উপন্যাস লিখে সুবীর মন্ডল অনেক বছর আগে প্রয়াত হয়েছেন।
ক্যান্সার জড়িয়ে ধরেছিল সুবীর কে। সে বুঝে গিয়েছিল মরণ আসন্ন।কিছুই করবার নেই।সেই থেকে নিজের মধ্যে হয়তো মৃত্যুর প্রস্তুতি শুরু করে দিয়েছিল সে।
মৃত্যুর কিছু আগে,অসুখ জড়িয়ে বাঁচতে বাঁচতে নইলে সুবীর কেন লিখবেন_
“কাল যদি মৃত্যু আমাকে বিছানায় ফেলে চলে যায়,আমি এই উপলব্ধির কথা,এই ক_লাইন ডেটল গন্ধ,জনে জনে বলে যেতে চাই”।
কিংবা_
“যেন আমার ভিজিটরকে ন য়,আমাকেই বলা হল:ইয়োর টাইম ইজ ওভার…”
অথবা_
“একবার শ্মশানে গিয়ে উঠলে,আর তো কখনো বাড়ি ফেরা হবে না, বলো! ”
এভাবেই মৃত্যুকে ফেস করেছিলেন কবি সুবীর মন্ডল।আর মৃত্যুর আগে মজা ও ম্যাজিক দিয়ে লিখতে চেয়েছিলেন_”ও জীবন রে।”
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।