কবিতায় বর্ণজিৎ বর্মন
by
senbxitantfi
·
Published
· Updated
নজর কাঁটা
সেইদিনের একরত্তি মেয়েটাও
আজ কালো সুতো পায়ে বেঁধেছে
ওর মা বলেছে নজর কাঁটা
প্রতিবেশীর বাড়িতে আজ পুজো জবা ফুল,কড়ি ফুল গাঁদা ফুল তুলতে এসেছে মেয়েটা
কি সুন্দর মুখায়ব সকালের রোদ মুখে পরে
যেন শিল্পীর কারুকাজ ,
পবিত্র দুটি হাত ফুল তুলছে
কতো আল্ত ভাবে যেন একটুকু টের না পায় ওর মা
আমার চোখে কেমন মায়া খেলে গেল দৃশ্য টি
ধ্বনি নেই বোবা রূপে
ভাবি –
সময় কি থেমে থাকে ?
ফুল তুলে হেঁটে যায় অলৌকিক মেয়ে ?
আলপথে পদ ছাপ স্পষ্ট হয় কি ?
সূর্য প্রখর তেজ ঢেলে দেয়
মুছে যায় সব
ভেঙে গেল শব্দে স্বপ্ন
কেঁদে ওঠে মন,
কবিতাটি অলিখিত থেকে গেল
নজর কাঁটার ধাঁধাঁয় কেমন –