কবিতায় বলরুমে বর্ণজিৎ বর্মন

ব্যর্থ কেন্দ্র

আমার সঞ্চয়ী সব কিছু
ডিপোজিট করেছি ব্যর্থ কেন্দ্রে ,
এই কেন্দ্রের প্রপোজাল ছিল
আমানতকারিদের আগামীর স্বপ্নবুনে দেওয়া।
নিবারণ ম্যানেজার কথা দিয়েছিল
আমি আপনাদের পাশে আছি,স্ব্প্নের
খুব কাছাকাছিই
পল্লীর সমস্ত বিশ্বাস তাই
অন্যের লোহার সিন্ধুকে জমা দিয়েছি ।
কোথা থেকে কোন বন্যার জল এলো ?
হায়! ব্যর্থ কেন্দ্রের গেটে ঝুলছে তালা,
ভেসে গেছে সমস্ত বিশ্বাস অনির্বাণ
শেষ আস্তিত্ব টুকু দুলছে দোদুল্যমান
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।