কবিতায় বলরুমে মধুমিতা ঘোষ

রূপ রমণ

প্রানের উপমায় ত্রিভুজে আঁকা রসলিপি-
ধ্বংসের ডানায় মোড়া আছে হৃদপিন্ড ৷
তোমার স্পর্শবদল হয়েছে রাতের গভীরে,
গুপ্ত মায়াজাল ছুঁয়েছো কোমলগান্ধার মন্ত্রে
অন্তর্দৃশ্যের চুম্বনে রঙ মিশেছে নরম ঠোঁটে৷
চন্দ্রবোরার বিষের নেশায় উত্তপ্ত মন তৃষ্ণার্ত,
বৃষ্টিরেখায় মুড়ে রয়েছে অপাবৃত শরীর৷
খাজুরাহের ভাস্কর্য ছিটকে এসেছে দেহ-মেঘমন্ডলে,
রহস্যময়ী মিলনের খেলায়,আগুন জড়ানো সোহাগ৷
গম্ভীর নিশ্বাসে পুড়ে যায় ধমনী ও শিরা ৷
শরীরের ঘামে কাঁপতে থাকে যৌবন৷
নির্জনতায় ডুবে যায় লাল রডোডেনড্রন–
আলিঙ্গনের সন্মোহন ভর করে নিজস্ব গর্ভগৃহে ৷
রেতঃ নয় ,বৃষ্টি লেগে থাকে পাঁজরের ওমে ৷৷

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।