|| প্রেমের বাসন্তী চিঠি সংখ্যায় || অলোক ঠাকুর

ফাগুন দিনে
দেশ জুড়ে আজ ভ্যালেন্টাইন,
নব্য প্রাণের গব্য আইন,
ভাবের ঘরে ফুটছে ভালোবাসা,
বিশ্ব জোড়া উদার মুখ,
খাপ ফেলেছে কোন অসুখ,
সড়ক জুড়ে প্রেমের যাওয়া – আসা।
মূল্যায়নে বাজার দর
বিশ্বব্যাপী করছে ঘর,
ফাঁকতালে তাই করছে আপন কাজ,
ভ্যালেন্টাইন জিন্দাবাদ,
বিশ্বায়নের আশীর্বাদ
তোমার আমার সবার মনেই রাজ।
ফুল, কার্ড আর ক্যাডবেরি,
‘ তু মেরা আউর ম্যায় তেরি ‘,
শুদ্ধ ছেড়ে মিশ্র রাগের সাজ,
হঠাৎ করে খেয়াল হয়,
দিনটা শুধুই ‘ লাভ ‘ এর নয়,
ফাগুন মাসের পয়লা তারিখ আজ।