কবিতায় পদ্মা-যমুনা তে আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম
by
·
Published
· Updated
কী করিবো আজ
কী করিবো আজ
তাহাদের হাতে ক্ষমতা আজ
তাহাদের হাতেই সুর
সুউচ্চ করিয়া ধরিয়া আছে
নগ্ন করিয়াছে হুর!
বল বিদ্রোহী , বল চির সাম্যের কবি
ঘুমিয়েও জাগিয়েছো তুমি, তুমি বিশ্ব বিধাত্রীর।
কী করিব আজ
বাক স্বাধীনতা আজ ছিনিয়ে নিয়েছে
ভোটের পুঞ্জি ভরে
দীবা করের কাজ আঁধারে করে
নির্লজ্জতার বলে!
বল বীর ,বল প্রেমময় কবি
সকলের মাঝে তুমি ধরিত্রীর।
কী করিবো আজ
তাহাদের হাতে বর্শা,বল্লম,তাহাদের হাতে দণ্ড
তাহাদের হাতে কার্তুজ গোলা ,
তাহারাই সাজিয়াছে ভন্ড!
কী করিবো আজ
আমি বকলম, চক্ষু থাকিতেও অন্ধ
আমারি জীবন আমারি মরণ
আমারেই দিয়েছি দণ্ড!
বল বীর, বল চির যৌবনের কবি
তুমি বিশ্ময় হিমাদ্রির!