কবিতায় স্বর্ণযুগে অমিতাভ সরকার (গুচ্ছ কবিতা)

খুঁটে খাওয়া
১
রোজ কবিতাপাঠের গল্প,
খোঁজ মনটার প্রতিকল্প।
মন রেগেমেগে উঠে কেঁদে চায়
পথ কষ্টে সে চলা শিখে যায়।
২
শুরু মানুষ চেনার কাহিনী,
আছে বাক্যবাগীশ বাহিনী
মেলা করতেই তারা জুটে যায়,
খেলা লড়তেই যারা খুঁটে খায়।
এতে নেই কারো বেশি কষ্ট
বেশি কাজের সময় নষ্ট।
৩
তুমি যত রাগেতেই গরজাও
রবে বন্ধ এদেরও দরজাও।
৪
বেশি এদের দিও না ঘর ঠাঁই,
তবু হাবেভাবে এরা ভাই-ভাই।
৫
সংসারটায় কিছু লোক যারা
ত্রুটি ধরে, সারে নিজ কাজ তারা,
হিসাব এদের মাথাতেই সারা
বিচার সেখানে ভুল আজ।
কালকের কথা হবে কালকেই,
আজ ভেবে সেটা কিই কাজ?
৬
কালীই করেন কালের বিচার
আমরা কেবল কালিই মাখি,
ফলাফল সব না পায় প্রচার,
দোষগুলো সব লিখেই রাখি।
আজ যারা কাঁদে, না পায় বিচার
কাজ করে যায়, মানে যা আচার,
পরশু যেদিন এক-কাজে ওরা
আবার করবে কুপোকাত,
আমি তুমি নয় আকাশের তারা,
দোষ করে ওরা পেয়েছিল ছাড়া,
লড়াইয়ে এবার দলছাড়া হবে
কষ্টেতে যাবে দিনরাত।