কবিতায় বলরুমে অমিতাভ সরকার
আকাশের নিরপেক্ষ পাঠক
গল্পটা পড়তে গিয়ে ভাতে উপুড় দিতে দেরি হয়ে গেল
বেশি ঠাণ্ডা হলে
অন্যদিনের মতো ভালো খেতে হবে না
সুন্দর সহজ কথাগুলো যে আমাদের মধ্যেই বাঁচে
মাঝেমধ্যেই এবার বিকেলে বেরিয়ে
একটু হেঁটে আসব
আর ভালো লাগছে না
আজও একপো দুধ বেশি
কখন থামা উচিত জানতে হয়
লেখা মানেই অক্ষরের রংমিলান্তি রান্না করা নয়
চিন্তায় পাঁচফোড়নটাও দরকার।