কবিতায় বলরুমে অমিতাভ সরকার

কবিতার আত্মগত আরাধনা

স্কুলে আসলি না!

-আমি গিয়েছিলাম কিন্তু আপনাকে দেখিনি।

-আমিও গিয়েছিলাম, তোকে দেখিনি।

আমাদের পরস্পরের কারোর সঙ্গেই আর দেখা হল না।

মাঝখান দিয়ে সময়ের একটা নদী বয়ে গেল, কিছুটা অসময়েই।

সময়ে না হলে যা হওয়ার, তাই…।

জলের আরেক নাম জীবন। ওই জলে আজও কত কথা…বাতাসের মেঘে রোদ ইচ্ছে কুড়োয়, পাখি বসে, গান গায়, ঘরে ফেরে মৌসুমি স্রোত…
না-পাওয়া সে কৃষি পদাবলি, দাঁড় বাঁধে, মধু ছায়া, রাধা ভাব, কালোয়াতি, আশামাতৃক।

এই কুড়ি বছরে মুখগুলোই পাল্টালো শুধু,
ভাবনাগুলো সেই একইরকম।

তাইতো অপেক্ষার রক্ষাকবচে যতটা আটকে রাখা, এতে গ্রহের অবস্থান বদল হলেও মনের ভাবনা!

Spread the love

You may also like...

error: Content is protected !!