কবিতায় বলরুমে অমিতাভ সরকার

বাঁশি
অনেকদিনের পর কবিতা পড়ার মেলা তুই এলি হঠাৎ এখানে, তখন পড়ার বেলা ক্লাস নাইনের ঘর রোজ আমি বুলিয়ান অঙ্ক পড়াই।জানি তো মাথায় ঠিক ঢোকে না।খাবার অভাবে পেট পড়াশুনো উড়ে চলে যায়।তবুও মনের টান প্রাণের খাঁচার ঘরে খেলা ছবি পায়ে হেঁটে চায়।ক্লাসরুম ফাঁকা হয়,ছুটি হয় ছোট্টবেলার।
ভালোবাসা তার আর ছুটি হয় না।
জীবন ডিক্সে জমা কম্পিউটারের ক্লাসে
বাঁধা ধরা রোদ হইচই গান গাওয়া ভুল সুরে
সে তো কোন কালে,সব ধুয়েমুছে গেছে ওইসব। তবুও মনটা বাঁধা পড়ে আছে ওই বাঁধা দুঃখ নদীর ঘাট।
এ মনের গাছপালা কমছে।পাখিরাও আজ আর আসে না।তবুও বাঁশির সুর গাড়ি ছোটে মন উদাসী। ক্রমশ…