কবিতায় পদ্মা-যমুনা তে আনোয়ার রশীদ সাগর

ঘুঘু ডাকা স্মৃতি

নদী কলকল সুরে সুর তুলে
নূপুরের ঝংকার বাজিয়ে এসেছিল,
শ্রাবণবসন্তে ফুল ফুঁটে ভিজেছিল।
তারপর আষাঢ় গেছে স্মৃতির গলা ধরে
গরমের ভাদ্রেও লাঠি খেলার ঢোল বেজেছিল
বেজেছিল পদ্মাফুরুণের নাচের পুতুল
হেসেছিল শরতের শিউলী,হেসেছিল হেমন্তের পূর্ণিমা চাঁদ
পাকানভাজা রাতের দুপুরে ঘ্রাণ ছড়িয়েছিল
ছড়িয়েছিল শরীরের চন্দ্রমল্লিকাও।
এরপরও থেমে থাকেনি নদী
চলেছে সুরে সুরে
ঘোলা জল নীল হয়ে বুকে আছড়িয়ে পড়েছিল
পড়েছিল শীতের ভীষণ কষ্টেও।
যেই না ফাগুন এলো অমনি ফুলে ফুলে
ফলে ফলে ঝরে গেল চৈত্রদুপুরে।
শুরু হলো,ঘুঘুর চিৎকার ঘু-ঘু-ঘু
আজও ডাকে ঘুঘু
বুকের ভিতর
হৃদয়ের গভীরে…
Spread the love

You may also like...

error: Content is protected !!