অরুণাভ রাহারায়ের কবিতা

দেহের প্রচন্ড তাপে
তোমার সমস্ত গায়ে মনখারাপের গন্ধ লেগে আছে
সবটা শরীর জুড়ে ফুলে-ওঠা রেণু
কেন এত বিষণ্ণতা জেগে আছে শীতে!
ফুলের ওপর থেকে মধু তুলে মেখেছ শরীরে
কিন্তু জানো না তুমি কাছেই পাহাড়!
পাহাড়ে আপেল গাছ পাঁজর মেলেছে
তুমি খুব ধীর পায়ে শীত তুলে এনে
দেহের প্রচন্ড তাপে করেছ উধাও!
এখনও পাহাড়ে কারা ডাব খায় জলের অভাবে?