ক্যাফে কাব্যে প্রণব শেঠ

ফিরে দেখা
তোমার ওখানে বৃষ্টি, আমার সজল চাওয়া
মনমরা ঢেউ আছড়ে নেমেছে পথে,
বেনুকার বনে রাখালিয়া গান গাওয়া
হারিয়ে যে গেছে তোমারই জয়রথে!
হেথায় আমার শ্যামলা কনক ধান
শিশির ভেজানো কলমীর জলছবি,
বাদল ধারায় শ্রাবণেরই কলতান
তমসা ঘনায় অস্ত গিয়েছে রবি!
স্মৃতিরা এখন ফেলে গেছে ঝরাপাতা
যে যার ফিরেছে আপন ঘরের পানে,
দিনলিপি লিখি, প্রতিরাতে নীরবতা
ভালোবাসা তুমি চলেছো কিসের টানে!