কবিতায় অমিত পান্ডে

একদম ছবির মত
জীবনের সঙ্গে একের পর এক লড়াই করতে করতে কখন যে জীবনের মূল্যবান সময় গুলো কে হারিয়ে ফেলেছি নিজেও জানি না।
জানলে হয়ত আগলে রাখা যেত। নিদেনপক্ষে চেষ্টা টুকু ও হয়ত করা যেত।
আমার ঘরে আলমারির পাশে আমার ঝড়ের আগের একটা ছবি আছে। পরের প্রজন্মের জন্য ই রেখে দেওয়া।
আজ যখন ই আয়নার সামনে দাঁড়াই সেই ছবিটা কথা বলে ওঠে। কত কথা যে বলে তার ইয়ত্তা নেই।
কলেজ প্রেম, ছাত্র রাজনীতি , স্যার দের সঙ্গে ছাত্র নেতা হিসেবে বদমাইশি আবার স্যার দের থেকে ই আদর খাওয়া সব কিছু বলে ছবিটা।
আর আমার মনে তৈরি হয় এক অদম্য জেদ। বেঁচে থাকার লড়াই এর মধ্যেই খুঁজে পাই সেই অমূল্য সময় গুলো মনের ভেতর। একদম ছবির মত।