প্রবাসী ছন্দে নিলুফা সুলতানা লিপি (বাংলাদেশ)

শুদ্ধতমা

কত সহস্র আঁধার গিলে নিয়েছি নীরবে,
অজস্র কালো থাবায় রক্তস্রাবের মতো লাল হয়ে উঠি
ভাঙ্গা পাঁজর পড়ে থাকে বিরান ভুমিতে,
কেউ কি রাখে তার খবর?
রাখে না তো।

বালি থেকে তুলে আনি বাল্য আর্তবিলাপে ছড়াই বহুগামীতার গন্ধ
তুমি হয়ে ওঠো সুন্দরের প্রতিমা,
শুদ্ধতমা হে
তুমি জাগালে আমি ঠিক জেগে উঠি,

কিন্তু তুমি আমার ডাক শুনেও শোনো না,
আলোআঁধারির মতো করো খেলা,
মাঝেমাঝে হও আধভাঙ্গা চাঁদের ফলক –

শুদ্ধতমা
আমিযে বালিকা সময়ে কেবল তোমাকেই ডাকি।

Spread the love

You may also like...

error: Content is protected !!