|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় অনুরাধা মুখার্জী ব্যানার্জী

কবি প্রণাম

তোমার শব্দ ঝঙ্কারে,শব্দ মূর্ছনায় কল্পনায় মননে আজও” শেষের কবিতা”,
আজ নেই,তবু ছিলে,আছো “তুমি রবে নিরবে,
বিষাদ ময় শ্রাবণ মনে করায় বাইশে শ্রাবণ,তোমার বিদায় গানে,
আজ ও শ্রদ্ধা জানাই সকল বাঙ্গালী তোমার সম্মানে,
যত কবিতা ,উপন্যাস ,ছোট গল্প কি কাব্য,
তোমার সকল লেখনী,অনুভূতি তেই দ্রাব্য,
বাঙালির অনুভবে,মননে ,ভালোলাগায়,ভালোবাসায়,অনুরাগে অভিমানে,তুমি হে বিশ্বকবি,
এ ঈশ্বরের মৃত্যু নেই,
এ নয় অস্তাচল গামী রবি।
সুখে দুঃখে সর্বত্র তুমি মোদের আকাশ,
আবেগের হাত ছানি তেই,রবির গানেই তার প্রকাশ।।

Spread the love

You may also like...

error: Content is protected !!