T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন অমিত মজুমদার
ঝগড়াঝাঁটির পর
এই বসন্তে রঙের ম্যাজিক ফুটছে দেখো পর্দা তুলে
তোমার জন্য আমার শহর দাঁড়িয়ে আছে জানলা খুলে।
চলো দু’জন চেয়ার পেতে টেবিল জুড়ে ফাগুন রাখি
ঝগড়াঝাঁটি পার করে আজ মিলন হওয়াই এখন বাকি।
বাড়িয়ে দিলাম হাতের মুঠো মধ্যে আদর কয়েকখানা
ঝগড়া হলেও প্রেমের সুবাস একই থাকে সবার জানা।
উড়ছে কত শুকনো পাতা মটির টানে আলগা হাওয়ায়
বসন্তে হাত শক্ত হবেই মুঠোর মধ্যে আগুন পাওয়ায়।
তাকিয়ে দেখো শিমুল পলাশ ওদের মাথাও আবীর রাঙা
মনখারাপের আদিম দেউল ভুকম্পনেও যায় না ভাঙা।
বুকের মধ্যে রোদ মাপা চোখ আরাম করে এবার খোলো
অনেকটা পথ পার করে সেও বেশ কিছুটা নরম হলো।
আর কিছুটা নরম হলেই আগের মতোই তোমায় পাবো
বসন্ত উৎসবের বেলায় একটু না হয় রঙ মাখাবো।
রঙ মাখানোর রঙিন খেলায় ঝিলমিলিয়ে এবার ভাসো
এই বসন্ত ফুরিয়ে যাবে তার আগে তো একটু হাসো।