বাবা গো,
কেমন আছো এখন ?
জানিনা আমি, সেই চল্লিশটা বছর আগে,
গেছো তুমি, আমায় ছেড়ে,
তোমার রক্ত মাংসে গড়া, সেই আমি,
আজ দেখে যাও, এত বছর পর আমায় তুমি,
যার উপর ভার দিয়ে, গিয়েছিলে চলে,
সে ও কবে ফাঁক তালে চলে গেছে, দুরে : বহুহুদুরে,
এত অসুখী সমাজ এখন, আর হাজার মানুষের ভীড়,
বড়ো একা আমি, হারিয়ে ফেলেছি সেই, সুখ স্বপ্নের নীড়,
একটা দলা মোচড়া পাকানো কান্না, বুক
উথলানো,
অতৃপ্তির ক্ষিদে আর প্রতিদিন নিজেকে বদলানো,
আমায় গ্রাস করে, ছাদ নেই মাথার উপর,
খুঁজি আমি কষ্ট হলে, বলবো কাকে সন্ধ্যা, রাত, ভোর,
বিশ্ব জগতের সকল ভালোবাসা, তুচ্ছ ঘটনা,
শব্দ চয়নিকার অপ্রতুলতায়, সর্বত্র ‘আমি ভালো আছি’র রটনা,
নিজস্বীতে করে যাই ক্রমাগত ক্রোধ, অভিযোগ, অনুযোগ,
অনুসন্ধানের সরঞ্জামগুলো, আমার মনে তোলে ক্ষোভ,
সব কিছুই আছে আজ,
শুধু নেই, আমাকে বোঝার কারো খোঁজ,
আর নেই, সেই তোমার বুকের উষ্ণতা,
নেই তোমার ভালোবাসার অকৃত্রিমতা,
ভালো থেকো বাবা যেখানেই থেকো,
আমার কাছে বাকি সবাই আছে, শুধু তুমি নেই কেন ??