কবিতায় পদ্মা-যমুনা তে আহমেত কামাল

জীবন সম্পর্কে

মনখারাপ মানেই তো আরেকটা
ভাঙা দিন। অথবা টেবিল উপচানো অন্ধকার।

আর, এই অন্ধকার নিয়েই আমি কাটিয়ে দিলাম ৪৭ টি
বছর।

তোমরা কী জীবনে কিছু পেয়েছো?

এই ধরো _আলুর মতো অন্যকিছু,,,,,,!
অথবা
আপেল রঙের একাধিক বিকেল।

আমার এখানে কোন জ্যোৎস্না নেই!

চোখে অগাধ বৃষ্টি নিয়ে
রোজ তাকিয়ে থাকি ঈশ্বরের দিকে __

অথচ
ঈশ্বর কিছুই বলছেন না। শ্রীহীন জীবন সম্পর্কে।

Spread the love

You may also like...

error: Content is protected !!