কবিতায় অমলেন্দু কর্মকার

দেখা

সব পাখি ফিরে যায় নীড়ে ;
দিনান্তের ক্লান্তি টুকু ঝরে চোখে মুখে।
মনের ধূসর পর্দা কাঁপা কাঁপা হাতে
ঝেড়ে ঝুড়ে ফিরে দেখা পাঁজর কোনাতে
খুঁজে পেলে জনতার ভিড়ে…
মুখোশের অন্তরালে চেপে থাকা দুখে
দুই চোখ , পলক ফেলার ভাষা
জানা নেই , বর্ণহীন শব্দহীন শুধু ক্ষীণ আসা;
মনে নেই আরও কতো শতো
চৌকিদারী লণ্ঠনের মতো,
সাংকেতিক ইশারায় হয়তোবা ডেকে যায়
বিমূর্ত বিশ্বাসে।
কিছু চোখ তবু চেয়ে থাকে …
তোমার আমার আশেপাশে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।