কবিতায় পদ্মা-যমুনা তে আহমেত কামাল

৯৯ শ্মশানের উত্তাপ
তুমি কী এখনও হাঁটো সেই পথে
যে পথের পানে চেয়ে থাকে
আমার স্নেহমাখা হৃদয়?
বাবুই পাখির মায়েরা
কিংবা শালিকের ঝাঁক এখনও কী কিচিরমিচির করে
হলদে রোদের ব্যালকনি তে?
সময় উড়ে যাচ্ছে, Z গতিতে
অথচ,আমাদের প্রার্থনার উপর বসে আছে
কাক
শঙ্খচিলেরা –
পাশাপাশি
৯৯ টি শ্মশান জ্বালিয়ে।