T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় আমিনুল ইসলাম

অক্ষর তরঙ্গে ~
১|
কিছু শব্দ-তরঙ্গের পর, ফাঁকা ~
যেন যুদ্ধবিরতি
সে চলে যাওয়ার শূন্য বলয়ে ব্যতিব্যস্ত দোয়েল
কিছু নিঃসঙ্কোচ নিঃসঙ্গতা ~
নদী হয়ে ওঠে
এই ওঠা-পড়ার ভেতর গভীর জল
জলের জানালায় বরফ হয়ে ওঠার স্বপ্নগুলো ~
২|
সবকিছু নেড়ে-ঘেঁটে তেল ও জল ~
আগুনের হৃদয়ে বসে থাকার বায়বীয়তা
আকাশে মিলিয়ে যাওয়া এই সত্য কথন~
কখনো-সখনো ভাবায়
ভাবতে বাধ্য করে~
এই আকষ্মিকতার গিঁট খুলে
প্রবেশ পথ ~ তাকে ডাকে
ভাবুক হয়ে যাওয়ার জন্যই
গাছগুলো বসন্তে নিসঃঙ্গ হয়
৩|
মনের ভেতর একটা দোলনা ~
দরজা খুলেই বসে আছে
এই অতর্কিত ত্রিমাত্রিক আঘাতে
গঙ্গা-যমুনা-স্বরসতী প্রয়াগ
তোকে শিকলে বাঁধার পরিকল্পনায়
একটা খাঁচা
অলক্ষ্যেই পোষা ছিল ~
একটা গোলাম ঘুড়ির আকাশ ~
বন্দী করার প্রবণতায় একপশলা বৃষ্টি ~
৪|
শব্দের অন্তরালে বাসা বেঁধেছে পালক
এক গভীর গবেষণায়
ডিম ফুটে বাচ্চারা ক্লান্ত
আনন্দ বিরাজিত অসংখ্য জানালায়
সহস্র ঢেউয়ে হারালো বাঁশির সৌরভ
উল্লোসিত জয়ের সুর বাজবে বলেই
৫|
চিবোতে চিবোতে খালি বাদামের পাউচ
শ্মশানে শ্মরণাগত
চিতার মেকআপ-এ
ক্রমে আগুন প্রসারিত
এই সুন্দরের দিকেই তুমি নিজেকে নিভিয়ে দিলে
ভেতর থেকে টেনে রাস্তা করলে
তুলিরা শিখে নিল রং সংবলিত কারুকাজ
৬|
দূর থেকে দেখলে ঘন জমাট মনে হওয়া~
কাছে এলেই ‘দুধ কা দুধ পানি কা পানি’
এমনই কথায় চোখ থেমে গেলেও
রাস্তা নিজেই চলে যাবে অ-লক্ষে~
যাওয়ার সময় ছড়ানো রোদের পিরিত
হাসিগুলোর বাবল~
হাওয়ায় উৎপাত ~
মনোরোগী বারান্দা
আর কুসুমিত দুপুরগুলোর বাড়বাড়ন্ত ~
৭|
অনামিকা আকারগত ভাবে
কনিষ্ঠার থেকে বড়ো
প্রথম প্রণয়ের রিং এখনও
তাকে কিছুই দিতে পারিনি!
সব নিজের করতে চেয়ে যুদ্ধ শুরু হল
তুমিও সীমাবদ্ধ নও
একটা নদী এঁকে চলেছো আমার ভূখণ্ডে~
৮|
কংক্রিটের ঘরে চিলে কোঠা
গুটিকয় পায়রা সঙ্গে স্বপ্নের উড়ান নবিশ
প্রস্তর যুগে ডানার বাস্তবতা
শরীরে বর্ণময় দ্বিমাত্রিক উড়াল ~
আপনার স্বাধীন মতামতের জানালায়
কিছু চড়ুই ~
৯|
ঘোড়ার ক্ষুরে পিঁপড়ে
পিষ্ট হতেই জন্মেছে
তাতে কার কী আসে?
ধান নিড়ান দিলে ফসল জমে
চাষীর ছোঁয়ায় ফুটে ওঠে আর একটি সকাল
১০|
সংবরণ না রেখেই ডালে ডালে উপাসনা প্রস্ফুটিত~
সন্যাস জলে ডুবে যেতে যেতে
এই চাওয়া অমার্জিত অমীমাংসিত কিনারা
দিগন্ত উন্মোচিত সুন্দরের আকর্ষণে
হাতছানিদের সাজানো~
এক পরম্পরা এক মনঃসংযোগ বিলিন হতেই
পাখির ডানায় অগুনতি সম্ভাবনা~
কামরাঙা গাছের নীচে আদিগন্ত মায়াহরিণ
এক অদম্য চেতনার দেবদারু সহাস্যে কথা ছড়ায়
এবং কিছু প্রতারক স্বজন-আলপিন ~