কবিতায় বলরুমে প্রদীপ সরকার
শক্তি এক প্রেমিকের নাম
লোকে তাঁকে কবিও বলে, মাতালও
নেশায় বদলে যেত ফুটপাত
আরব্য রজনী হ’তো প্রতিরাত
রওনা হ’তো আহেরিটোলা মাঝ রাতেও।
কবিতা লেখায় খলিফা কি শাহেনশাহ্
তিনিই ছিলেন কলম বাহাদুর
রবীন্দ্র গানে কণ্ঠে ঝরতো সুর
ভালোবাসতো বনের ছায়ায় জুরিয়ে নিতে গা।
বৃষ্টি ঝরা গভীররাত প্রিয়তমা বর্ষায়
মেঘের মতোই অনাহূত অতিথি
ঘুম ভাঙানোর এই ছিলো তার রীতি
কড়া নাড়তো অবনীর দরজায়।
স্মৃতির তোরঙ্গ বন্ধ আর কতোদিন!
হারানো চাবি যত্নে ছিলো রাখা
চিঠির মোড়কে সেই চাবি দিয়ে ঢাকা
শোধ হবে কি অশ্রু সজল মুখচ্ছবির ঋণ?