উদ্ভাসিত মুখে
ঠোঁটের স্মিত হাসি
মাতৃভাষা মাতৃভূমি,
উচ্চারণে নির্ভীক বজ্র কণ্ঠ :
নির্লিপ্ত চোখে
হায়েনার হিংস্রতা বিরুদ্ধে
লড়াই – লড়াই!!
অভ্যূত্থানের মহাকাব্য
বাহান্ন ভাষা আন্দলোন।।
অনুভবে ষষ্ঠ ইন্দ্রিয়
জীবন উৎসর্গ বঙ্গের বীর সেনানী-
ভাষা,মাটি, কবি,কবিতা, অক্ষর
সঙ্গীতের চর্চা!
বাংলা, বাংলাভাষা পদাঘাত
বিরুদ্ধে লড়াই লড়াই
প্রজ্জ্বলিত সূর্যের অগ্নিগিরি!!
সঞ্চিত বক্ষে তবুও বহমান
ত্রিভূবন আলোকিত রূপে
আমরাই আবেগী বাংলা ভাষা।।
সকল কবির কবিতার পঙক্তি
শিখর হিমাদ্রীর শ্রদ্ধা
নদী ও সমুদ্রে মোহনার মতো
পরমানন্দ অনুধ্যানের আকাশে
বর্ন ফুল তরঙ্গের আগমনী গান
অত্যাচারী স্বৈরশাসকের বিরুদ্ধে
উৎক্ষিপ্ত রকেটলঞ্চার।
তা-ই তো দিলাম
তোমাদের স্বরনে
প্রস্ফুটিত পুষ্পের শুভেচ্ছা।
স্পর্ধিত মধ্যাহ্নের আলোকিত
উম্মোচন কবিতা
অমরত্বের একুশের প্রেক্ষাপট।।
মধ্যাহ্নের প্রত্যয়ে প্রদীপ্ত ভাষা
শহীদের রক্তের দাগ – এযেন রক্তজবা
অমর একুশের প্রস্ফুটিত ফুল।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন